Tritio Chokh (তৃতীয় চোখ) | Social Awareness | Bangla Short Film 2017 |...

আমরা সমাজে বসবাস করি। সমাজ থেকে আমরা অনেক কিছু ভোগ করি। কিন্তু আমরা কি কখনো ভেবেছি আমি, হ্যা পার্সোনালি আমি কতটুকু করছি সমাজের জন্য। আমার অবদান কি সমাজের জন্য।

নিজের কাছে যদি নিজেই জিজ্ঞাসা করি তবে কি উত্তর পাবো?

মনে হয় পাবো না।

হ্যা, হয়ত আমরা একদিন পারবো দেশের মানুসের জন্য কিছু করতে কিন্তু কবে সেটা?

আমাদের এখন যে সামার্থ আছে তা দিয়ে আমরা কি কখনো করেছি একটি বার চেষ্টা?

আমি নিজেকে জাতীর কাছে দায়বদ্ধ মনে করি। আমরা যে যেখানেই আছে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা হয়ত হতে পারে অনেক বড় অবদান সমাজের জন্য।

আমরা একটাই বুঝি Give & Take. আমরা কোন ঘটনাকেই ভিন্ন ভাবে চিন্তা করতে চাই না। এর জন্য দরকার একটা তৃতীয় চোখ যা আমদের বিবেককে জাগ্রত করবে।

এই ধারনা নিয়েই তৈরি করেছে Short Flim যা আসলে মন ছুয়ে যাবার মত। আমরা কি পারি না সুবিধা বঞ্চিত বাচ্চাদের একটু সযোগিতা করতে ?

https://www.youtube.com/watch?v=8-wi8NIJRSA












Post a Comment

Thanks for Your oppinion

Previous Post Next Post